|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অভিনব কায়দায় জমি ও অর্থ আত্মসাতের অভিযোগ
প্রকাশের তারিখঃ ২৬ জানুয়ারি, ২০২২
দৈনিক বাংলার অধিকারঃ
আকাশ সরকারঃ রাজশাহী ব্যুরো চীফঃ
রাজশাহী পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের মথুরায় মৃত বোনের মেয়ে সেজে অর্থ ও জমি আত্নসাৎ এর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসাঃ গোলাপজান বেওয়া (৬০) পিতাঃ মৃত নিজাম উদ্দিন অভিযোগ করেন, তার বোন মৃত সোনাভান বানু বেওয়া ছিলেন নিসন্তান কিন্তু তার পালিত একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে, তার বোনের পালিত মেয়ে শিরিন আকতার(২৩) পিতাঃ শুকুর মিয়া এর উপর জালিয়াতি করে তার বোনের জমি ও টাকা আত্নসাতের অভিযোগ করেন।
ভুক্তভোগী জানান তার বোন মৃত সোনাভান ভানু বেওয়া নিসন্তান থাকায় তারা চার বোন এক ভাই তার উত্তরাধিকার। এবং বোন মারা যাওয়ার পর তার রেখে যাওয়া জমি ভাগ করতে গেলে তার বোনের পালিত মেয়ে শিরিন আকতার একটা ভূয়া দলিল দেখিয়ে বলে যে জমি তার নামে।
এবং তার মৃত বোনের রেখে যাওয়া ৪০০০০০ ( চার লাখ) টাকা আত্নসাতের চেষ্টা করছে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাপজান বেওয়া নওহাটা পৌরসভায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত শিরিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে বাসায় পাওয়া যায় নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.