কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ৫০ হাজার ৩০০ টাকা সহ ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল রবিবার ২৩ জানুয়ারি দিবাগত রাত সাড়ে বারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মোঃ আবু বক্কর এর বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ঘরের ভিতরে তাসের মাধ্যমে জুয়া খেলা রত অবস্থায় বিভিন্ন এলাকার ৯ জন জুয়াড়িকে আটক করে, এসময় তাদের কাছে থাকা ২ সেট তাস ও নগদ পঞ্চাশ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয় । আটককৃত জুয়াড়িরা নাগেশ্বরী উপজেলার শিয়ালকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফ উদ্দিন, মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাহার আলী ,মৃত ইসমাইল হোসেনের ছেলে শাহ আলম, পশ্চিম কুটি নাওডাঙ্গা গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে মোঃ আঃ রশিদ, রামখানা ইউনিয়নের মৃত আয়েজদ্দিন মাস্টারের ছেলে মোঃ হাফেজ আলী, মজিবর রহমানের ছেলে আব্দুল কাদের ও ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ সিরাজুল হক, মৃত আজগর আলীর ছেলে আহাম্মদ আলী ও বেড়াকুটি গ্রামের রমজান আলীর ছেলে মোঃ আমিনুল ইসলাম। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে, মাদক জুয়া ও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।