|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে শ্রীশ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় ৫দিন ব্যাপী হরিনাম কীর্ত্তন শুরু–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২২
আজ ২৩ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী পযর্ন্ত চলবে এই হরিনাম সংকীর্ত্তন। গত ৪ বছর বিভিন্ন কারণে হরি নাম সংকীর্ত্তন আয়োজন করা সম্ভব্য হয় নাা।
শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার কার্যকরি কমিটির সদস্যবৃন্দ সাধারণ সদস্যবৃন্দ ও সর্বসরের ভক্তবৃন্দ উক্ত মহানামযজ্ঞ করার উদ্দেগনিয়ে শুরু করে উতসব।
কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় মধুর হরিনাম সংকীর্ত্তন। এই হরিনাম সংকীর্ত্তন সনাতন ধর্ম শাস্ত্রের সার সিদ্ধান্ত। তাই জগৎ মঙ্গলার্থে ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় এবার ও শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া প্রাঙ্গণে ৪৫ তম বাৎসরিক ৪০ প্রহর ৫ দিন ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহা নামযজ্ঞ ও মহা প্রসাদ আশ্বাদন শুভ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মধুর হরিনাম পরিবেশনায় থাকছেন।
গৌর নিতাই সম্প্রদায় ভোলা, দ্বাদশ রাখাল সম্প্রদায় বরিশাল, শ্রীগুরু দেবব্রত সম্প্রদায় ভোলা, শ্রী চৈতন্য মহা প্রভ‚ সম্প্রদায় চট্টগ্রাম, শ্রী দূর্গা মন্দির সম্প্রদায় নোয়াখালী, শ্রী ল²ী নারায়ণ সম্প্রদায়- হাজীগঞ্জ। উক্ত অনুষ্ঠানটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শ্রীশ্রী রাজা ল²ী নারায়ণ জিউর আখড়ার কার্যকরি কমিটির পক্ষে সভাপতি দিলিপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র বলেন আপনারা মহোৎসবের প্রতিটি পর্বে স্বপরিজন ও স্ববান্ধবে শুভাগমন করে এই মহতি শুভ আয়োজনকে মধুময় ও সার্থক করে তোলার জন্য আন্তরিকতার সহিত আমন্ত্রণ জানাচ্ছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.