|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫ টি ইউনিয়নে ২৩৬ জন প্রার্থী ও ০৪ চেয়ারম্যান প্রার্থী ১৩ জনের মনোনয়নপত্র প্রত্যাহার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২২
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পাঁচ (০৫) ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর সর্বশেষ ধাপের নির্বাচনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে ২৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও আজ ২২ জানুয়ারী শনিবার ০৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ পানছড়ি উপজেলা নির্বাচন সূত্র জানায়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ (০৫)টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্য থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ ইব্রাহীম খলিলসহ চার (০৪) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহীম খলিল, স্বতন্ত্র প্রার্থী বাবু নটবরণ দেওয়ান, পানছড়ি সদর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবু সঞ্চয় চাকমা, লতিবান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবু হেম রঞ্জন চাকমা (কার্বারী)। সংরক্ষিত আসনে মহিলা সদস্যা পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও আজ ছয় (০৬) জন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন পানছড়ি ইউনিয়নের সংরক্ষিত তিন ০৩ আসনের (বর্তমান) প্রার্থী শ্রীমতি হীরমতি বড়ুয়া, উল্টাছড়ি ইউনিয়নের তিন ০৩ নং আসনের শ্রীমতি সোহেলী চাকমা ও শ্রীমতি লিমি চাকমা তাদের দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সাধারণ সদস্য (পুরুষ/মহিলা মেম্বার) পদে ১৫২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে থাকলেও আজ তাদের মধ্য থেকে ছয় (০৬) জনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন পানছড়ি ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড থেকে বাবু খোকন চাকমা, মোঃ রিয়াজ উদ্দিন, ডিম্পল চাকমা ও ০৬ নং ওয়ার্ডের মোঃ হারুন অর রশিদ। আর উল্টাছড়ি ইউনিয়নের এক (০১) নং ওয়ার্ড থেকে মোঃ আবুল কাশেম এবং লতিবান ইউনিয়নের আট (০৮) নং ওয়ার্ড থেকে শ্রীযুক্ত খুন্দা মনি ত্রিপুরা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে নির্বাচন কার্যালয় সূত্র জানায়।
বিগত (বুধবার) ১২ জানুয়ারী ২০২২ মনোনয়নপত্র দাখিলের শেষদিন (বিকাল ৫টা পর্যন্ত) প্রার্থীরা উপজেলা নির্বাচন কার্যালয়ে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু আজ (২২/০১/২০২২) চার (০৪) চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় ২৪ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ২২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বহাল রয়েছে।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পাঁচটি (০৫) ইউনিয়ন পরিষদের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেনঃ -
১ নং লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে চার (০৪) জন। তারা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগএর মনোনীত প্রার্থী শ্রীযুক্ত মিলন সাহা, স্বতন্ত্রপ্রার্থী বাবু সমর বিকাশ চাকমা জলৎকার , বাবু জয় কুমার চাকমা, মো. ফোরকান। সংরক্ষিত আসনের (মহিলা) সদস্যা পদে এগার (১১) জন এবং সাধারণ সদস্য পদে পঁচিশ (২৫) জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে এক (০১) নং লোগাং ইউনিয়ন থেকে কেহই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
২নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্র মনিন্দ্র লাল ত্রিপুরা ,স্বতন্ত্র কাঁলা চাঁদ চাকমা, নন্দ দুলাল চাকমা,নিহার বিন্দু চাকমা,নব কুমার চাকমা,আনন্দ জয় ত্রিপুরা,জীবন কৃষ্ণ চাকমা,রুপ বিন্দু চাকমা। সংরক্ষিত আসনের সদস্যা (মহিলা) পদে দশ (১০) জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে তেইশ (২৩) জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩ নং পানছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন থেকে ০১ জন প্রত্যাহার করায়। প্রার্থীরা আওয়ামী লীগ মনোনীত নাজির হোসেন , স্বতন্ত্র খোরশেদ আলম নয়ন, অসেতু বিকাশ চাকমা, উচিত মনি চাকমা, শুনাংক চাকমা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত আবু বক্কর, দেবমিত্র ত্রিপুরা, সংরক্ষিত আসনের ১১ জনের মধ্যে থেকে একজন প্রত্যাহার করেছেন। সাধারণ সদস্য পদে ৩৪ জন থাকলেও ০৪ জন প্রত্যা
৪ নং লতিবান ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন থেকে ০১ জন প্রত্যাহার করায় বাকী ০৩ জন প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত কিরন ত্রিপুরা , স্বতন্ত্রপ্রার্থী সত্য প্রিয় চাকমা,ভুমিধর রোয়াজ । সংরক্ষিত আসনে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন থেকে ০১জন প্রত্যাহার করে নিয়েছেন।
৫নং উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আহির উদ্দিন , স্বতন্ত্রপ্রার্থী বাবু বিজয় চাকমা। সংরক্ষিত আসনে ১১ জন থেকে ০২ প্রত্যাহার করেছেন এবং সাধারণ সদস্য পদে ০১ জন প্রত্যাহার করায় বাকী ৩৪ জন প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১নং লোগাং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯হাজার ৭ শত ৩৬ জন , ২নং চেঙ্গী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৭ শত ৭৯ জন , ৩ নং পানছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩ শত ৯৭ জন, ৪ নং লতিবান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ২৭ জন , ৫ নং উল্টাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৬ শত ৬১ জন। পানছড়ি উপজেলায় ৫ ইউনিয়নে মোট ৫২ হাজার জন লোক ভোট প্রয়োগ করবেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী, সর্বশেষ ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ১২ জানুয়ারী ২০২২ ও মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১৫ জানুয়ারী । এরপর ২২ জানুয়ারী বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ২৩ জানুয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং আগামী ০৭ ফেব্রুয়ারী ২০২২ মোট ৪৭ টি ভোট কেন্দ্রে ১৬৭টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি জেলা
দৈনিক বাংলার অধিকার
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.