|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্বপ্ননীড় ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া ৯ নং শুভপুর ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্ননীড় ক্লাব। সেবা ও ভালবাসা নিয়ে এগিয়ে চলা এক অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বপ্ননীড় ক্লাব। শনিবার (২২ জানুয়ারী) বিকাল ৩ টায় শুভপুর রাস্তার মাথা এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্বপ্ননীড় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছালেহ ইমতিয়াজ আসিফ'র সঞ্চালনায় এবং অত্র ক্লাবের প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন ভুঁইয়া রানা'র সভাপতিত্বে সংবর্ধিত করা হয় নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, সদস্য মোস্তাফিজুর রহমান, ফজলুর রহমান সজিব, আনোয়ার হোসন পলাশ, মোতাহের হোসেন, সেলিনা আক্তার, সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো সংবর্ধিত করা হয় স্বপ্ননীড় ক্লাবের প্রতিষ্ঠাতা আহমেদ হোসেন সোহাগ, রাশেদ চৌধুরী, আশ্রাফুল আলম চৌধুরী হায়দার, মুখপাত্র ও সংগঠক মোঃ গিয়াস উদ্দিন, উপদেষ্টা রতীশ চন্দ্র সেন মুন্না, আবদুর রহমান মিজান, মজনুন ভুঁইয়া, তানজিদুল ইসলাম চৌধুরী কায়েস, সহ-সভাপতি মেজবাহ্ উদ্দিন ভুঁইয়া সহ স্বপ্ননীড় ক্লাবের সদস্যবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ননীড় ক্লাবের সভাপতি মন্ডলীর সদস্য প্রভাষক জাহেদ হোসেন, উপদেষ্টা মন্ডলির সদস্য লিটন চন্দ্র রায়।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও স্বপ্ননীড় ক্লাবের সভাপতি আজিজুর রহমান মজনু বলেন, শুভপুর ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে দাঁড় করাতে আমি সকলের সহযোগিতা চাই। এ ইউনিয়নে কোন মাদক, সন্ত্রাস, ইভটিজিং করতে দেওয়া হবেনা। তিনি আরো জানান, স্বপ্ননীড় ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সংবর্ধিত করায়। স্বপ্ননীড় ক্লাব যেভাবে অসহায়, দুখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ঠিক তেমনি ভাবে শুভপুর ইউনিয়নের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলেই আমাদের জন্য দোয়া করবেন।
সামাজিক ও মানবিক কাজের অবদান রাখায় ১৮ জন গুণী ব্যক্তিকে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্বারক তুলে দেন আয়োজক কমিটি।
এসময় স্বপ্ননীড় ক্লাবের সকল সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.