|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিকের বিরুদ্ধে মামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জানুয়ারি, ২০২২
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোলাম সরোয়ার (২২) নামে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গত শুক্রবার (২১ জানুয়ারি) রাতে কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। অভিযুক্ত সরোয়ার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুর আলমের নতুন বাড়ির আবু সুফিয়ানের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রায় সময় গোলাম সরোয়ার উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে তার অভিভাবকদের বলেও কোনো প্রতিকার হয়নি। এক পর্যায়ে প্রেমের প্রস্তাবে রাজি হয় স্কুলছাত্রী। ৪ জানুয়ারি রাতে মেয়েটি এশার নামাজের অজু করতে বের হলে সরোয়ার তাকে কথা আছে বলে পুকুর পাড়ে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন।
ঘটনাটি পরিবারে জানাজানি হলে বিয়ের প্রস্তাব নিয়ে সরোয়ারের পরিবারের কাছে গেলে তারা সময়ক্ষেপণসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার পর আজ নোয়াখালী জেনারেল হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.