|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে মাদক মামলায় নবনির্বাচিত ইউপি সদস্য গ্রেপ্তার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জানুয়ারি, ২০২২
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য মো. আমিনুর ওরফে আমিরুল ইসলামকে (৩৬) মাদক মামলায় গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিরামপুরসহ দেশের বিভিন্ন স্থানে ৪টি মাদক ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিরামপুর পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দিওড় ইউনিয়নে ৯নং ওয়াড়ের নবনির্বাচিত ইউপি সদস্য।
আটক, আমিনুল ইসলাম ওই এলাকার এমদাদুল হকের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত
বলেন, টঙ্গী পশ্চিম থানায় একটি মাদকের মামলায় আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সাবেক এক ইউপি সদস্য বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার নামে বিরামপুরসহ বিভিন্ন থানায় ৪টি মাদকের এবং একটি চাঁদাবাজির মামলা রয়েছে। আজ শুক্রবার সকালে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.