|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্কের গ্রাউন্ডে সুপার শপ স্বপ্নকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার চাঁদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালত বিএসটিআইয়ের ওজন ও মানদন্ড আইন, ২০১৮ এর ৪১ ধারায় দোষী সাব্যস্থক্রমে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। স্বপ্নের মেসার্স এসিআই লজিস্টিকের বিরুদ্ধে এই মামলাটি হয়।
২০২০ সালের ২৬ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেনের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারে বিশুদ্ধ খাদ্য আদালতের এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মামলাটি প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ ও বিএসটিআইয়ের ইন্সপেক্টর মোঃ সাইদুর রহমান।
বৃহস্পতিবার এই রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সামছুল ইসলাম রমিজ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.