|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় শীতার্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জ শাখা।
হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র এর সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি!
গত মঙ্গলবার (১৮ জানুয়ারী ২২) ইং বিকাল ০৪:০০ টার সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শায়েস্তাগঞ্জ উপজেলার হতদরিদ্র প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায়দের মাঝে শায়েস্তাগঞ্জ থানা প্রাঙ্গন এলাকায় শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র সম্মানিত নেতৃবৃন্দ!
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুলসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
এ সময় শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়!
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.