|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রতারণা, জাল-জালিয়াতি ও তৎকাজে সহায়তার অভিযোগে ফেনীতে ৩জন কারাগারে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
প্রতারণা, জাল-জালিয়াতি ও তৎকাজে সহায়তার অভিযোগে ৩জনকে কারাগারে পাঠিয়েছে ফেনীর আদালত। সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা শ্রমিকদল নেতা আবুল কালাম, তার সহযোগী ওমর কাওসার সহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে ফেনীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুল হক'র আদালত।
জমি ক্রয় -বিক্রয় সংক্রান্ত বিষয়ে বিরোধের সূত্রধরে, সোনাগাজী সদর ইউনিয়নের চরগণেশ মৌজার ১৪শতক জমি জাল-জালিয়াতির মাধ্যমে দলিল সৃজন ও দখল করার চেষ্টার অভিযোগে সিআর মামলা নং ৫২/২০২১ বাদী মোঃ রফিক, পিতা- মোস্তফা, সাং- চরখোয়াজ, সোনাগাজী, ফেনী এর দায়েরকৃত মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বর্ণিত আসামীগণের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.