|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পপুলার বিডিনিউজের পিঠা উৎসব অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
চিতই পিঠা আর সরিষা বর্তার ঝাঁঝালো স্বাদে শীতকালীন পিঠা উৎসবে মেতেছিল পপুলার বিডিনিউজ কার্যালয়। পিঠা উৎসবে কবিতা আবৃত্তি, মন-মাতানো শীতল সুরের গান আর পড়ন্ত বিকালের আড্ডায় সঙ্গী হলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, আফিসার ইনচার্জ হারুনুর রশীদ, আমেরিকা প্রবাসী জালাল উদ্দির রুমী ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয় সুমনসহ আতিথিবৃন্দ।
১৯ জানুয়ারী বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারের কেনাকাটা শপিং সেন্টারের চতুর্থ তলায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পপুলার বিডিনিউজ কার্যালয়ে আয়োজিত এই শীতকালীন পিঠা উৎসবের সভাপতিত্ব করেন প্রকাশক মেহেদী হাসান ফিরোজ।
পিঠা উৎসবের শুরুতে কূপণে পিঠার নাম ও একটি করে গান আর কবিতার প্রথম কলিতে সরব হয়ে উঠে অনুষ্ঠানটি। ওইসময় তুমি আমার এমনই একজন গানে সুর তোলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদসহ অতিথিবৃন্দ।
পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলুর সঞ্চালনায় প্রধান আতিথি হিসেবে বক্তৃতা করেন আতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। তিনি বলেন, আধুনিক যুগে অনলাইন মিডিয়ার কদর দিন দিন বাড়ছে। মুহূর্তের নিউজ মুহূর্তে অনলাইন চান পাঠক। সবার আগে পপুলার বিডিনিউজ সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করে। সেই ধারা অব্যাহত রেখে জেলায় প্রথম স্থানে জায়গা করে নিবে বলে প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পপুলার বিডিনিউজের ইংরেজি ভার্সনের সাব-এডিটর ও ভয়েজ আটিষ্ট বিলকিস ওয়াসিফা। এরপর লাল গোলাপ দিয়ে অতিথিদের বরণ করে নেন পপুলার বিডিনিউজের যুগ্ম-বার্তা সম্পাদক মজিব পাটোয়ারী ও বাংলা ভার্সনের সাব-এডিটর হাবিবা আক্তার ইভা। কবিতা আবৃত্তি করেন ভয়েজ আটিষ্ট নুরুন নাহার নিশি, বিলকিস ওয়াসিফা, গান পরিবেশন করেন অহনা পাটোয়ারী।
পিঠা উৎসব শেষে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদকে সম্মাননা স্মারক তুলে দেন প্রকাশক মেহেদী হাছান ফিরোজ, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ হারুনুর রশীদকে সম্মাননা স্মারক তুলে দেন যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শামছু, আমেরিকা প্রবাসী জালাল উদ্দির রুমীকে সম্মাননা স্মারক তুলে দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয় সুমনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
এরপর সন্ধ্যায় পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু সাব-এডিটর , ভয়েজ আটিষ্টদের মাঝে ভিজিটিং কার্ড ও টি-শার্ট বিতরণ করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক আরিফ ইমাম মিন্টু,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, অনলাইন মিডিয়া প্রিয় চাঁদপরের সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, পপুলার বিডিনিউজের নিজস্ব প্রদিবেদক ও ভয়েজ আর্টিস্ট হোসেন বেপারী, কচুয়া উপজেলা প্রতিনিধি শান্তু ধর, উপস্থিত দৈনিক বাংলার অধিকার প্রতিনিধি মাসুদ রানা, শাহরাস্তি উপজেলা প্রতিনিধি ছিদ্দিকুর রহমান নয়ন, ভয়েজ আটিষ্ট রুমাইয়া খানম রুমা, মারুফা আক্তার সীমা, ভিডিও এডিটর হাসান আহাম্মেদ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.