|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
উবায়দুল মোকতাদির চৌধুরীর জম্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমরা প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ
প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি, ২০২২
আজ ২০শে জানুয়ারি ,
ব্রাহ্মণবাড়িয়া-৩, সদর ও বিজয়নগর নির্বাচনী এলাকার সংসদ সদস্য, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জম্মদিন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, বিমান ও পর্যটন মন্ত্রনালয় বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জেলার মাটি ও মানুষের জননেতা, আধুনিক ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার যার জন্ম স্পর্শে ব্রাহ্মণবাড়িয়া জেলা আজ ধন্য,আজ তার জম্মদিন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস তিনি ১৯৭০ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩-৭৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং ১৯৭৫ সালে বাকশাল গঠন হলে ২১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।
১৯৭৫ সনে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হলে তিনি দেশব্যাপী গণতান্ত্রিক ছাত্রআন্দোলন ও প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখেন।
১৯৮৩ সনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং ১৯৮৬ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার একান্ত-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬-২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দুইবার সদস্য মনোনীত হন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। তার জম্মদিনে প্রবাসী ফোরামের পক্ষ থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেতা কর্মীরা ফুলেল শুভেচছা ও আগামিদিনের জন্য সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.