বিশ্বের অন্যান্য দেশের মতো জাপানেও করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনা মহামারি শুরুর পর এই প্রথমবারের মতো দেশটিতে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা পরিস্থিতির অবনতি হলে জাপানের বড় শহরগুলোতে যেকোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার জাপানে প্রথমবারের মতো এক দিনে করোনা সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর দৈনিক যে হিসাব রাখা হচ্ছে, সেই হিসাবে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে ডেলটা ধরনের প্রভাবে এক দিনে সর্বোচ্চ ২৫ হাজার ৯৯২ জনের করোনা শনাক্ত হয়েছিল জাপানে।