|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সদস্যদের দায়িত্ব গ্রহণ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যদের প্রথম কার্যদিবস উপলক্ষে এবং সাবেক চেয়ারম্যান ও সদস্যদের বিদায় উপলক্ষে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় অত্র পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মহামায়া ইউপি'র নবনির্বাচিত সদস্য জাহিদ ফয়েজ উল্যাহ্ এর উপস্থাপনায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাজাহান মিনু'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, পাঠান নগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম ও শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার।
উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মোঃ আতাউল্যাহ্ সিফাত ও নয়টিলা মাজারের পরিচালক সারোয়ার জাহান'র যৌথ পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আ'লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম, শুভপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, মহামায়া ইউনিয়ন আ'লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহামায়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.