|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বোরখাল আদর্শ উবিতে নবগঠিত কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারি, ২০২২
হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবগঠিত কমিটির শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে নবগঠিত কমিটির আলোচনাসভা সম্পূর্ণ হয়।
শুরুতেই কোরআন তেলওয়াত ও সভাপতিকে ফুলেল শুভেচছার মাধ্যমে প্রোগ্রামে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক এর সঞ্চালনায় ও নবগঠিত কমিটির সভাপতি হাবিবুর রহমান লিটন এর সভাপতিত্বে নবগঠিত কমিটির সদস্যরা বক্তৃতা করেন।
নবগঠিত কমিটির সভাপতি ও সদস্য সহ শিক্ষক-শিক্ষিকা তাদের বক্তৃতায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সকল সমস্যার নিরসনে নবাগত সভাপতির সু-দৃষ্টি কামনা করেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান লিটন, প্রতিষ্ঠাতা সদস্য ডা. মকবুল হোসেন, দাতা সদস্য আবুল কালাম, অভিভাবক সদস্য সাইফুল, শাহজাহান, হাবীবুর রহমান, আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক নাছিমা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি ওমর ফারুক, মোহাম্মদ উল্ল্যাহ্, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহানারা আক্তার, সদস্য সচিব প্রধান শিক্ষক একে এম আতিকুল্লাহ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.