|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে কোডেক এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২২
হাজীগঞ্জে কোডেক এর উদ্যোগে ১৬০জন দরিদ্র, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে হাজীগঞ্জ কোডেক শাখা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানান কোডেক এর কর্মকর্তারা।
কোডেক এর এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান শেখ সঞ্চালনায় ও কোডেক এর উপসহকারী পরিচালক শেখ রেজওয়ান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কোডেক এর জোনাল ব্যাবস্হাপক নাজমুল হক, এনিজও ফেডারেশন এর সভাপতি মো: রেজ্জাকুল হায়দার খোকন প্রমুখ।
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্মআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-কোডেক।
ওইসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.