|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাসিক নির্বাচনে ভোট পড়েছে ৫০ শতাংশ: ইসি সচিব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জানুয়ারি, ২০২২
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। রবিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ছাড়া জাতীয় সংসদের টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে প্রায় ৩১ শতাংশ এবং ৫টি পৌরসভার নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলে তিনি জানান।
ইসি সচিব বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় খুব দ্রুত ফল পাওয়া যায়। তিনি আরও বলেন, ইসি কন্ট্রোলরুমের মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়। এখন পর্যন্ত নির্বাচনের অনিয়মের বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। এছাড়া কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, টাঙ্গাইল-৭ আসন, ও ৫ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ইভিএমের কারণে ভোট দিতে কিছুটা ধীরগতি হয়েছে। তবে নারায়ণগঞ্জে মকভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। যার ফলে ভোটারকে ভোট দেয়া সম্পর্কে লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময়ে লেগেছে। তবে যারাই এসেছে সবার ভোটগ্রহণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.