|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হবিগঞ্জের বাহুবলে নারী নির্যাতন মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে ওসি তদন্ত গুরুতর আহত,ঢাকায় প্রেরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ জানুয়ারি, ২০২২
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে গুরতর আহত হয়েছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আলমগীর কবির। তার পায়ের দুই স্থানে ভাঙা দিয়েছে।
তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারী২২) ইং দুপুর সাড়ে ১১টার দিকে আলমগীর কবীর গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর তিতারকোনা নামক স্থানে ওই মামলার আসামীকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ সুত্রে জানা যায়, মিরপুর সংলগ্ন তিতারকোনা গ্রামের
ইয়াকুব উল্লাহর ছেলে সাহেব আলী নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি হিসাবে আত্মগোপনে রয়েছে।
এসময় উক্ত আসামীকে ধরতে গেলে পরে তার পা ভেঙে যায়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে প্রেরণ করা হয়!
বিষয় টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.