|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত মোজাম্মেল হোসেনকে দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২২
মো: মাসুদ রানা,কচুয়া ॥
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যাওয়া চাঁদপুরের কচুয়ার শ্রমিক মোজাম্মেল হোসনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,উভয় দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার। কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের সফিকুল মজুমদারের ছেলে রেমিটেন্স যোদ্ধা মোজাম্মেল হোসেন ৪ বছর যাবত সৌদি প্রবাসে রয়েছেন। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে মা বাবা ও পরিবারের লোকজন শোকে কাতর হয়ে পড়েছেন। পাশাপাশি তার বাড়িতে পরিবার ও আত্মীয়দের মাঝে শোকের ছায়া মাতম বইছে। মৃত্যুকালে স্ত্রী,২ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন।
নিহতের বাবা সফিকুল মজুমদার,ভাই আহসান হাবীব,রাসেল হোসেন,চাচাতো ভাই আল-আমিন,খালু আব্দুল মবিনসহ এলাকাবাসী জানান, চার বছর আগে মোজাম্মেল হোসেন সৌদি আররে পাড়ি জমান। সৌদি আরবের জেদ্দা শহরে কাজ করতেন তিনি। বুধবার বিকালে জেদ্দা থেকে কাজে যাওয়ার সময় ক্যাভার্ডভ্যান চাপা দিলে মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে মারা যান। মৃত্যুর বিষয়টি নিহতের ভাই আহসান হাবীব ও বাবা সফিকুল মজুমদার নিশ্চিত করেন।
বর্তমানে তার লাশ সৌদি আরবের একটি হাসপাতালে পড়ে আছে। মোজাম্মেল হোসেনের মরদেহ দেশে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উভয় দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের স্বজন ও তার পরিবার।
ছবি: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত মোজাম্মেল হোসেনের ছবি নিয়ে তার বাবা ও ভাই। ইনসেটে মোজাম্মেল হোসেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.