|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সেচ গ্রাহকদের বিদ্যুৎ নিয়ে হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২২
চলতি মৌসুমে ইরি-বোরো চাষের জন্য কৃষকগন ভুরুঙ্গামারী পল্লীবিদ্যুৎ অফিসে আবেদন করেন। নিয়ম অনুযায়ী সেচ পাওয়ার বিধান থাকলেও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতি দীর্ঘদিন অতিবাহিত হলেও সেচ সংযোগ না দিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মতামত দেওয়ায় সেচ গ্রাহকরা ব্যপক হয়রানীর স্বীকার হচ্ছে।
এরই প্রতিবাদে ১২ জানুয়ারী দুপরে নাগেশ্বরীর কচাকাটা বাস স্টান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে অংশ গ্রহন করে অত্র এলাকার ভুক্তভোগী কৃষকগণ।
এ সময় বক্তব্য রাখেন কৃষক নুরুল হক দুলু,আলী হাজী, আনিসুর রহমান, আবুল হোসেন,শফিকুল ইসলাম, আব্দুল আউয়াল , প্রভাষক এনামূল হক প্রমুখ। ইরি-বোরো চাষের সময় কম থাকায় কৃষকগণ দ্রæততর সময়ে সেচ সংযোগ দেওয়ার দাবী জানান তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.