|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সম-অধিকার নিয়ে বাঁচতে সকলকে এগিয়ে আসার আহবান, ছাগলনাইয়ায় উঠান বৈঠক অনুষ্ঠানে এমপি শিরীন আখতার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজার ঈদগাঁহ মাঠে কর্মজীবী নারীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মজীবি নারী সংগঠক রৌশনারা আক্তার রুমির উপস্থাপনা এবং পৌরসভার ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা কর্মজীবী নারী সমন্বয়ক রোকেয়া সুলতানা আন্জু, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, পরশুরাম উপজেলা জাসদ সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি তসলিম আহমেদ ও জাতীয় যুব জোট'র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নূর।
উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, নারী পুরুষ সমতা অধিকার আদায়ে সকলকে একযোগে কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাঙালী, আমাদের মধ্যে কোন বৈষম্য থাকতে পারেনা। যারা ধর্মের অজুহাত দেখিয়ে দেশে অস্থিতিশীল করতে চায় তাদেরকে বয়কট করুন। এইদেশে সকল শ্রেণীর মানুষ বাস করার অধিকার আছে। তিনি আরো বলেন, আপনার মেয়েদেরকে সুশিক্ষা গড়ে তুলুন। আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলিতে মেয়েরা উচ্চ পদে আসনে কর্মরত রয়েছে। তাই আমাদেরকে সম-অধিকার নিয়ে বাঁচার লড়াই করতে হবে। নারী, পুরুষ, বালক, বালিকা সহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপজেলা কর্মজীবী নারী সমন্বয়ক মাহমুদা আক্তার, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সহ-সভাপতি সালাউদ্দিন মজুমদার বিপুল, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন মিয়াজী, মহামায়া ইউনিয়ন জাসদ নেতা কাজী সাইফুল ইসলাম, কর্মজীবী নারী সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.