|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারগাঁও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ২৪ প্রহর নাম কৃর্তন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২২
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন রাজারগাঁও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী ২৪ প্রহর শ্রী শ্রী হরিনামযজ্ঞ ও মহোৎসব উপলক্ষে 'মহাসচিব- পলাশ কান্তি দে' এর সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলার পক্ষ থেকে উৎসব পরিদর্শনে চাঁদপুর জেলা হিন্দু যুব ও ছাত্র মহাজোট।
হরিনামযজ্ঞ উৎসবের সভাপতির সুভাষ পোদ্দার দাদার হাতে উৎসবের প্রণামী ও সংগঠনের ক্যালেন্ডার এবং সংগঠনের লিফলেট তুলে দেন এবং ভক্তবৃন্দদের হাতে সংগঠনের প্রচার এর জন্য লিফলেট তুলে দেন চাঁদপুর জেলা যুব ও ছাত্র মহাজোট।উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক- রঞ্জীত রায় চৌধুরী, সদস্য সচিব - কানু দত্ত, যুগ্ন আহবায়ক -দীপক দাস, যুগ্ন সদস্য সচিব -প্রবীর, যুগ্ন আহবায়ক -লিটন, ছাত্র মহাজোটের জেলা সভাপতি - রাজীব চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক - সুমন দাস, যুগ্ন সাংগঠনিক সম্পাদক -রাজু দাস।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.