|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বালু ও মাটি উত্তোলন, ৫টি ড্রেজার মেশিন জব্দ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারি, ২০২২
হাতিয়ায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড ও সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহজাহান ।
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহজাহান বলেন, অপরিকল্পিতভাবে ও অনুমোদন না নিয়ে বালুও মাটি উত্তোলনের অভিযোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৫ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রটি ব্যবহৃত সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। পরে জব্দকৃত মেশিন গুলো এনে উপজেলা প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক পরবর্তীতে জব্দকৃত মেশিন গুলো নিলামে বিক্রি করে অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.