|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ জানুয়ারি, ২০২২
১. বিশ্বের ১ কোটি ২০ লাখের অধিক রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য যৌক্তিক মৌলিক, নাগরিক, গণতান্ত্রিক সাংগঠনিক ও সাংবধানিক অধিকার সমূহ কাঁধে কাঁধ মিলেয়ে বাস্তবায়নে সচেষ্ট থাকা।
২. অসহায়, অবহেলিত ও জুলুমের স্বীকার প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা গুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা।
৩. এয়ারপোর্ট, এম্বাসী এবং কন্সুলেটসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান যাদের উপর প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির দায়িত্ব অর্পন করা হয়েছে। সেই সকল প্রতিষ্ঠানসমূহকে প্রবাসীদের প্রাপ্ত নাগরিক অধিকার, সন্মান ও মূল্যবোধ নিশ্চিত করে কাজের মান নিশ্চিত করা ।
৪. দালাল মুক্ত প্রবাস এবং প্রবাসবান্ধব ট্রাভেল এজেন্সি বাস্তবায়নে কাজ করা।
৫. প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বাজেটে ১০% প্রবাসীদের জন্য বরাদ্দ এবং মৃত প্রবাসী এবং কমপক্ষে ১০ বছর প্রবাসে অবস্থানকারীদের ভাতার আওতায় নিয়ে আসা।
৬. সরকারী খরচে প্রবাসীদের লাশ নিজ পরিবারের কাছে হস্তান্তরসহ, সরকারী খরচে দাফনের ব্যবস্হা বাস্তবায়নে প্রবাসীদের পাশে সহযোগিতায় ঐক্যবদ্ধ থাকা।
৭. কারিগরি প্রশিক্ষণ মাধ্যমে অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক এগ্রিমেন্ট পেপার সাইনের মাধ্যমে প্রবাসে শ্রমিক পাঠানোর জন্য সচেতনতা বৃদ্ধিকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৮. সকল প্রবাসী কে ওয়েজ আর্নাস কল্যান বোর্ড (WEWB) কার্ড গ্রহণে অন্তর্ভুক্ত ও সচেতনতা বৃদ্ধি করা।
৯. প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যান মন্ত্রনালয় কর্ত্তৃক ঘোষিত কোন প্রবাসী ১০ বছর প্রবাসে থাকলে তার পরিবার থেকে প্রবাসী সন্তান কোটায় ১ জনকে সরকারী চাকরীতে নিয়োগ সুপারিশের বাস্তবায়ন।
১০.কোন প্রবাসী ভাই পাসপোর্ট জটিলতার সম্মুখীন হলে আমাদের পক্ষথেকে এম্বাসেডর ও এম্বাসির সাহায্য নিয়ে দ্রুত সমাধানে সহযোগিতা করা।
১১. এয়ারপোর্ট কন্ট্রাক্ট নামক দুর্নীতি ও হয়রানী বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
১২. প্রবাসী কল্যান মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এম্বাসি ও কনসুলেট সহ প্রবাসীদের রাষ্ট্রীয় সকল সেক্টর গুলোতে প্রবাসী পরিবারদের চাকুরী নিশ্চিত করা।
১৩। প্রবাসীদের সম্মানে রাষ্ট্রীয়ভাবে “জাতীয় প্রবাসী দিবস” নামে একটি দিবস ঘোষণা সহ প্রবাসী দিবসে প্রতিটি জেলায় মেলা সেমিনার ও কর্মশালার আয়োজন করতে সরকারকে পরামর্শ ও বাস্তবায়নে কাজ করা।
১৪. রাস্ট্র নীতিনির্ধারণী কতৃক এ এযাবতকাল পর্যন্ত যতগুলো আইন তৈরী করা হয়েছে তার সঠিক বাস্তবায়ন ও কার্যকর করতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.