|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ ৩য় বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২২
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলেচনা সভা হয়।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন কোকাকোলা ঘাটে
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ সংগঠনটির সাংস্কৃতিক অনুষ্ঠান ও সদস্যদের মাঝে সন্মাননা স্মারক প্রদানের মধ্যে দিয়ে ৩য় বর্ষপূর্তি উদযাপন হয়েছে।
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ এর সভাপতি মো জসিম উদ্দিন রতন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো. শরীফ মজুমদারের সঞ্চালনায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটির স্বপ্ন অনেক বড়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্য থেকেই ২০২০সালের ১জানুয়ারী হতে "একতাই সুখের মূল" স্লোগানকে সামনে রেখে স্বপ্নের পথচলা শুরু।
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ প্রতিষ্ঠালগ্ন থেকেই
সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাড়ানো, অন্যায়-অনিয়ম রুখতে প্রতিবাদ, সামাজিক উন্নয়ন ও জনসচেতনতা, মাদকদ্রব্য রোধ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলা, এবং করোনাকালীন সময়ে অক্সিজেন সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পেয়েছে।
টি-টোয়েন্টি সোসাইটি হাজীগঞ্জ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলো ভবিষ্যতেও থাকবে।
ওইসময় উপস্থিত ছিলেন, টি-টোয়েন্টি সোসাইটির সাধারণ সম্পাদক মো. সোহাগ মজুমদার, প্রধান উপদেষ্টা কামরুল বলি, সহ-সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাঈনুদ্দিন মিজি, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন তপদার, দপ্তর সম্পাদক আবু ইউসুফ, অর্থ বিষয়ক সম্পাদক মো. ফরহাদ আজাদ, সদস্য মামুন সর্দার, কবির বলি, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম টেলু, আহসান হাবীব, মাহমুদুল হাসান টিটু, সরোয়ার হোসেন, সোহেল আফ্রিদি, মিলন মজুমদার, মাহবুব আলম, সুমন সর্দারসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.