|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগর-রামগতি নদীর তীর রক্ষা বাঁধের উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারি, ২০২২
লক্ষ্মীপুরের কমলনগরে নদী বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক এমপি।
্ (৯ জানুয়ারী) দুপুরে কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের পাতাবুনিয়ায় মেঘনার পাড়ে কমলনগর -রামগতি নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের এমপি মেজর অবঃ আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতাজুর রহমান, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক এমকেএম নুরুল আমিন রাজু, কমান্ডার আবু তাহের, সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।
প্রসঙ্গ: গত ১ জুন ২০২১ সালে জাতীয় একনেকের সভায় কমলনগর রামগতি বড়খেরী,লুধুয়াবাজার,কাদির পন্ডিতের হাট সহ ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পের জন্য ৩০৮৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.