বাংলাদেশের ইতিহাসে অবদান রাখা অন্যতম সংগঠন ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী , ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই ছাত্র সংগঠন ছিল বাংলা ও বাঙালির অধিকার আদায়ের এক আপসহীন নাম।
বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ৬ দফার পক্ষে গণ-অংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ৫ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
৪ জানুয়ারী দুপুর ২টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারন সম্পাধক মোঃ সাদ্দাম হোসেন খান নিদর্শনায় বাংলাদেশ ছাত্রলীগের এর ৭৪ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেক কাটা ও আনন্দ র্যালি শোভাযাত্রা অনুষ্ঠান পালিত হয়েছে।
আয়োজনেঃ মেহেদী হাসান পলাশ
শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ (সাধারণ সম্পাদক পদপ্রার্থী)আব্দুর রাহিম (যুগ্মসাধারন সম্পাধক টামটা দক্ষিণ ইউনিয়ন আয়াওমীলীগ) মহিউদ্দিন লিটন ,সুমন দর্জি, আমির হামজা, হাবিবুন নবী (হৃদয়) রাকিব পাটওয়ারী ,নিরব, কামাল গাজী, মেহেদী হাসান ,মিন্টু , শাখাওয়াত হোসেন, প্রমুখ