|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুরের নতুন ডিসি আনিসুর রহমান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২২
গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমান।
বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অপরদিকে বর্তমান জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামকে প্রেষণে ‘বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড’-এর সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে. এম. আল-আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ আনিসুর রহমানকে (১৫৫০৪) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা আনিসুর রহমান বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
তাঁর নিজ জেলা গোপালগঞ্জ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.