|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে তরুন কৃষি উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ভূট্টাবীজ বিতরণ সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২২
বায়ার ক্রপ সায়েন্স কতৃক প্রদত্ত বিনামূল্যে ভূট্টা বীজ "কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলা,চাঁদপুর" এর তরুন কৃষি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর। সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ সালাউদ্দিন সাহেব, উপজেলা কৃষি কর্মকর্তা মতলব উত্তর চাঁদপুর। আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা, মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু স্যার। সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিগণ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন স্যার। প্রথমেই তিনি সকল তরুণ কৃষি উদ্যোক্তাদের পরিচয়পর্ব শেষ করেন।
উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর কৃষি উদ্যোক্তাদের সফল হওয়ার পক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।
অতিরিক্ত পরিচালক,কুমিল্লা অঞ্চল মোঃ আমিনুল ইসলাম স্যার এমন একটি উদ্যোগ গ্রহনের জন্য বায়ার ক্রপ সায়েন্স ও উপজেলা কৃষি কর্মকর্তা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি "কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা চাঁদপুর" সফলতা কামনা করেন। সার্বক্ষণিক উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
কৃষি উদ্যোক্তা পরিষদ এর তরুণ কৃষি উদ্যোক্তারা বায়ার ক্রপ সায়েন্স ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন স্যার এর এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বীজ পেয়ে মহাখুশি। তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা মোঃ শরীফুল ইসলাম বলেন বৃষ্টির কারণে আমাদের রোপণ করা ভুট্টা বীজ গজায়নি।ফলে আমরা নিঃস্ব হয়েছিলাম। তারই মাঝে বিনামূল্যে বীজ পেয়ে আশার বাণী খুজে পেলাম। সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি।
"কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলা, চাঁদপুর" প্রতিষ্ঠাতা মোঃ আতাউর রহমান সরকার বলেন, আজকের এ আয়োজনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তরুণ কৃষি উদ্যোগক্তাদে অন্তিম মুহূর্তে এভাবে পাশে থাকার জন্য। সেই সাথে বায়ার ক্রপ সায়েন্স কে ধন্যবাদ জানাচ্ছি এমন মহান উদ্যোগ গ্রহণ করার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি যে সকল কৃষি উদ্যোক্তা আমার ডাকে সাড়া দিয়েছেন আজকের কার্যক্রম কে সফল করেছেন।
তিনি আরো বলেন "কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলা, চাঁদপুর " একটি অনলাইন প্লাটফর্ম। এখানে সর্বক্ষণিক কৃষকদের অনলাইনে পরামর্শ দেওয়া হয়। ফেসবুক গ্রুপের পাশাপাশি একটি মেসেঞ্জার গ্রুপ ও আছে যার মাধ্যমে প্রত্যেকটি কৃষি উদ্যোক্তা প্রতি সেকেন্ডে তার সমস্যা গুলো সমাধান নিতে পারেন। এখানে আমদের মানবিক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন স্যার সহ মতলবের আরো কৃষিবিদ রা আমাদের পাশে থেকে পরামর্শ প্রদান করেন। ফলে আমরা সার্বক্ষণিক অনুপ্রেরণা পেয়ে থাকি। ভবিষ্যতে ইউনিয়ন ভিত্তিক একটি সেচ্ছাসেবী টিম গঠন করা হবে বলেও তিনি জানান।যার উদ্দেশ্য হবে এলাকার সাধারণ কৃষকদের বিনামূল্যে পরামর্শ ও সমস্যার সমাধান দেওয়া।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.