|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভুরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২২
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী, স্থানীয় প্রশাসন ও ঘটনা সুত্রে জানা যায়, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পাঁচমাথার বাসিন্দা মোঃ গেন্দা মিয়ার বড় ছেলে মনির হোসেন (৩৫) ৪ জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ১১ টার সময় পাঁচ মাথা মোড়ে আম গাছের সাথে ফাঁসি দেয় । মনির হোসেনের বিয়ে হলেও তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় বলে জানিয়েছে এলাকাবাসী। লাশ ঝুলতে দেখে থানায় ফোন করলে থানা পুলিশ লাশ রাত বারোটার সময় সেখান থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিয়ে আসে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনির হোসেন দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিল এবং পেট ব্যথাও তার আত্মহত্যার একটি কারণ বলে জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে নিকটতম ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল বিএসসি বলেন, মনিরের মানসিক সমস্যার সাথে সাথে পেটের সমস্যাও হয়েছিল, মাঝে মাঝে পেটের ব্যথা প্রচণ্ড আকার ধারণ করতো বলেও জেনেছি।
স্থানীয় জয়মনিরহাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, যতটুকু জেনেছি তার মানসিক সমস্যার সাথে সাথে পেট ব্যথাও গতকাল প্রচন্ড আকার ধারণ করে এ কারণেই হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারে । প্রশাসন ও স্থানীয় প্রতিনিধি এবং এলাকাবাসী ও পরিবারের লোকজনের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন 'দেশের কণ্ঠ'কে বলেন, মানসিক সমস্যার কারণে মনির হোসেন নামের ওই ছেলে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি, পরিবারের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.