|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৪ বছরের সংসার; কলহে স্বামীর হাতে খুন তিন কন্যার জননী স্ত্রী
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২২
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩ জানুয়ারী সোমবার দিবাগত রাত ২ টার সময় দাম্পত্য কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী শাহিদা বেগম (৪০) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছরড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাওলানা পাড়ার শাহজাহান আলীর বাড়িতে ।
নিহত শাহিদা তিন কন্যার জননী। স্বামী আবুবকর সিদ্দিক(৪৮) পাইকেরছড়া ইউনিয়নভুক্ত ১নং ওয়ার্ডের মৃত আব্বাছ আলীর ছেলে এবং পেশায় একজন কাঠের ব্যাবসায়ী।
প্রতিবেশি রাশেদা বলেন, “তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় নিহত শাহিদা ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আসে, প্রায় তিন মাস থেকে সে (একই এলাকার) তার বাবার বাড়িতে থাকত। স্বামী মাঝে মাঝে শ্বশুর বাড়িতে আসতো। ঘটনার রাতে ৩ টার সময় চিৎকার শুনে আমরা এসে দেখি শাহিদার রক্তাক্ত দেহ বিছানায় পড়ে আছে, তার ছোট মেয়ে ও মা গুরুতর আহত। তাই আমরা তাদেরকে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যাই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ তারিখ ভোর ৪ টার সময় শাহিদা বেগমের মা মরিয়ম ও কন্যা সুমাইয়াকে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে গুরুতর অবস্থায় জরুরী বিভাগে ভর্তি করা হয়।
এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান বলেন, আমি খবর শুনে তাৎক্ষণিক ছুটে এসে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং ভুরুঙ্গামারী থানায় খবর দেই।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ঘটনাস্থল থেকে এনে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে। ঘাতক স্বামী সিদ্দিক (৪৮) কে ঐ এলাকার ঢাকাইয়াপাড়া নামক স্থান থেকে ৪ তারিখ (মঙ্গলবার) সকার ১০টার সময় গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.