|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জ নিউ চায়না মোবাইল বাজারে দুর্ধর্ষ চুরি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২২
হাজীগঞ্জ বাজারের নিউ চায়না মোবাইল বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ দুই লক্ষ টাকা ও তিন লক্ষ টাকার ১৫টি মোবাইল সেট নিয়ে লাপাত্তা হয়ে যায় চোরচক্র। দুর্ধর্ষ চুরি দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। নগদ ২লক্ষ ও ৩লক্ষ টাকার মালামাল সহ মোট ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান নিউ চায়না বাজারের স্বত্বাধিকারী হাফেজ মো. মহসিন। গত ২৫ ডিসেম্বর রাত আনুমানিক দুইটার সময় হাজীগঞ্জ মধ্যবাজার করিম প্লাজার চায়না মোবাইল বাজারে দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। দুর্ধর্ষ চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়। নিউ চায়না মোবাইল বাজার এর স্বত্বাধিকারী হাফেজ মোঃ মহসিন মিয়াজি বলেন প্রতিদিনের মত তিনি রাত দশটার মধ্যে দোকান বন্ধ করে চলে যান। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক কৌশল অবলম্বন করে দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের অবগত করেন। তিনি চান বাজারের আর কোন ব্যবসায়ী যেনো এই রকম ক্ষতি সম্মুখীন না হয় সেজন্য বাজার ব্যবসায়ী সমিতি ও হাজীগঞ্জ থানা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনর রশীদ বলেন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্ততাধীন রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.