|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ জানুয়ারি, ২০২২
ফেনীর ছাগলনাইয়া উপজেলা বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র্যালী।
র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শেখ কামাল চত্বরের মুক্ত মঞ্চে এসে শেষ হয়। এরপর দলীয় জাতীয় পতাকা উত্তোলন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।
কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। আলোচনা সভা শেষে শেখ কামাল চত্বরের মুক্ত মঞ্চে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ'র ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, নবাগত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মহামায়া নবাগত ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, শুভপুর ইউপি নবাগত চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, রাধানগর নবাগত ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, পৌর আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মজুমদার অভি সহ উপজেলা ৬ টি ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.