|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২১
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য সংরক্ষিত মহিলা সদস্য সপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ ডিসেম্বর বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভা কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ছয় ইউনিয়নের ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্যা এবং ৫৪ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের ফুলেল শুভেচ্ছা যানায়।
অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কৃষ্ণ মোহন হালদার, নির্বাচন অফিসার মমিনুর আলম, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, ওসি রাজীব কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,
ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু,
বড়ভিটা ইউনিয়নের নবনির্বাচিত
চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
তারিখ : ৩০/১২/২০২১
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.