|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে বিনা পয়সায় কলা বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ ডিসেম্বর, ২০২১
পথচারী অসহায় ও হতদরিদ্র মানুষকে ডেকে কলা খাওয়ান ও কলা বিতরণ করেন দিনাজপুর জেলার বিরামপুরের কলা বিক্রেতা রানা মাসুদ রানা মাসুদ । প্রতি বৃহস্পতিবার প্রায় ২০০ পথচারী অসহায় ও হতদরিদ্র মানুষকে তার দোকানের কলা খাওয়ান তিনি। ব্যবসার পাশাপাশি অসহায় মানুষের মাঝে কলা বিতরণ করে শান্তি খুঁজে পান। প্রায়১ বছর ধরে তিনি এই মানবিক কাজটি করছেন।
বিরামপুর ঘাটপার বড় ব্রিজ সংলগ্ন তার দোকানে গিয়ে গিয়ে দেখা যায়, অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে বিনা পয়সায় তার দোকানের কলা বিতরণ করছেন । এছাড়াও প্রতি বৃহস্পতিবার ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ২০০ জন অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে কলা বিতরণ করেন ও কলা খাওয়ান পানের দোকানদার রানা মাসুদ। বৃহস্পতিবার ছাড়াও যে কোনো সময় কোনো অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষ তার দোকানের সামনে দাঁড়ালে তিনি কলা বিতরণ করেন ।
অসহায় একজন বৃদ্ধ বলেন, ‘আমার বাড়ি জোতবানি, সকালে পেটের দায়ে বাড়ি থেকে বেড় হয়েছি। কলা বিক্রেতা রানা মাসুদ এর দোকানের সামনে দাঁড়ালে দোকানদার আমাকে পাঁচটি কলা বিনে পয়সায় দেন। আল্লাহপাক এই বাবাজির অনেক ভালো করবেন।’
কলা বিক্রেতা দোকান মালিক রানা মাসুদ বলেন আমার ইচ্ছা আছে যতদিন বাঁচবো ততদিন এসব অসহায় পথচারী ও হতদরিদ্র মানুষের মাঝে আমার দোকানের কলা বিতরণ করব।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.