|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে লটারির মাধ্যমে আদর্শ হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ ডিসেম্বর, ২০২১
দিনাজপুর জেলার বিরামপুরের সুনামধন্য আর্দশ হাইস্কুলে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম।
বুধবার (২৯ডিসেম্বর) সকাল ১১টায়
বিরামপুর আর্দশ হাইস্কুলের সভাপতি ডক্টর মুহাদ্দিস মোঃ এনামুল হকের সভাপতিত্বে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ১ নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, সুধীমন্ডলী, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
সহকারী প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী জানান, লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ২২১জন ছাত্র ও ১২২ জন ছাত্রী অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী নির্বাচিত হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.