|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ার উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের গনজোয়ার–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী এম আখতার হোসাইন নৌকা ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন। মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের নাহারা, তেতৈয়া,বরুচর,খিড্ডা গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন তিনি। এসময় সাধারন মানুষ ও নেতাকর্মীরা নৌকার সমর্থনে ব্যাপক গনজোয়ার দেখা দেয়। স্থানীয়রা মনে করছেন নৌকার প্রার্থী এম. আখতার হোসাইন নির্বাচিত হলে এলাকার উন্নয়েেন তাঁর অবদান থাকবে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী নৌকায় ভোট দিতে চায়।
নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইন বলেন, প্রতীক পাওয়ার পর থেকে পুরো ইউনিয়ন ব্যাপী নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচার-প্রচারনা কালে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। কোনো ধরনের বিশৃঙ্খলা না হলে সাধারন মানুষ ভোট দিতে পারলে আমি চেয়ারম্যান নির্বাচিত হবো। চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারন মানুষের কল্যাণে কাজ করব। বিশেষ করে জনতার চেয়ারম্যান হতে চাই। জনগন যাতে প্রতিদিন সেবা পায় সেজন্য জনসাধারনের জন্য ইউনিয়ন পরিষদ উন্মুক্ত রাখব।
কচুয়া: কচুয়ার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নে নৌকায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করছেন চেয়ারম্যান প্রার্থী এম আখতার হোসাইন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.