|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৫নং হাজীগঞ্জে সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬টিতে নৌকা ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বিজয়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২১
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২৬ ডিসেম্বর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে অবাদ নিরপেক্ষ ভোট গ্রহণ শেষ। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, ৩টি ইউনিয়নে বিএনপি নেতা ও ২টিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেন।
এর মধ্যে ১নং রাজারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবদুল হাদী মিয়া।
২নং বাকিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বিএনপি নেতা মিজানুর রহমান মিলন।
৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মানিক হোসেন প্রধানিয়া।
৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) গোলাম মোস্তফা স্বপন।
৫নং সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন।
৬নং পুর্ব বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব।
৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব নূরুল আমিন হেলাল।
৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার।
৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী নূরুর রহমান বেলাল।
১০নং গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু।
১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম মজিবুর রহমান জয়লাভ করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.