কুড়িগ্রাম সদরের অবহেলিত জনপদ চর বেষ্টিত এলাকা "প্রথম আলো চর" বাসীকে একটা স্মার্ট টেলিভিশন, পোশাক-পরিচ্ছদ শীতের কাপড় বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
গতকাল ২৪ ডিসেম্বর শুক্রবার উক্ত প্রথম আলো নামকরণকৃত চরে স্থানীয় চরবাসী, প্রথম আলো পাঠশালার ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে এই উপহার প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রথম আলো চরবাসী কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নিকট ওই এলাকার জন্য একটি টেলিভিশন ব্যবস্থা করতে অনুরোধ করেন। এরই পরিপ্রেক্ষিতে টেলিভিশনসহ অন্যান্য উপহার সামগ্রী নিয়ে উক্ত চড়ে হাজির হন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় প্রথম আলোর 'আলোর পাঠশালা'র মাধ্যমে চরবাসিকে ৫০ ইঞ্চির একটি স্মার্ট টেলিভিশন উপহার হিসেবে তুলে পুলিশ সুপার। এসময় চরবাসি তাদের কাঙ্খিত টেলিভিশন পেয়ে অনেক আনন্দ উল্লাস করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর পুলিশ সুপার যারা চোখে ভালোভাবে দেখতে পায় না এমন বয়স্কদের মাঝে চশমা ও মহিলাদের জন্য শাড়ি বিতরণ করেন। উক্ত উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সমশের আলী, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাব কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক, দৈনিক প্রথম আলোর মোতালিবুর রহমান শফি খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন, উলিপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, রৌমারী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এইচ এম মাহফুজুর রহমান, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।