বাঘের মুখ থেকে কেড়ে আনা হয়েছে গাবুরার মজিবর রহমানের মৃতদেহ। পশ্চিম সুন্দরবনের বৈকারি থেকেই উদ্ধার হয়েছে তাঁর মরদেহ। এক হাত ও একটি পা বাঘের পেটে চলে যায়। উদ্ধার কারীদল উদ্ধার করে মুজিবরের লাশ।
এলাকাবাসি জানায় শেষ পর্যন্ত মজিবরের লাশটি পাওয়া গেছে পরিবারের লোকজন এটুকুই শান্তনা পেয়েছে।
জানা যায়, বন বিভাগের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসের কর্মকতা দ্বারা আনুষ্ঠানিকতা শেষ করেন।
মজিবরের মরদেহ লাশ বাড়ীতে পৌঁছালে আহজারীতে ভেংগে পরেন স্বজনরা।
তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় মজিবর কাঠ কাঠার কাজ করত সুন্দরবনে।
বাঘের ছোবল থেকে বাঁচানো সম্ভব হয়নি।
হাসিমুখে ফেরা হলোনা দরিদ্র কুঠিরের, সন্তানদের শীতের কাপড় কেনার ওয়াদাপুরুন করতেই আজ মৃত্যু হলো মজিবরের। অধরা থেকে গেল সন্তানদের ভবিষ্যত।