|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় লায়ন ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২১
মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে অসহায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণে আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন লায়ন ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটি। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন উত্তর যশপুর গ্রামে রৌশন ফকির দরগাহ্ মাদ্রাসা প্রাঙ্গনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মহামায়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়মন্ড সিটির সভাপতি লায়ন মিজানুর রহমান মজুমদার'র সভাপতিত্বে এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন লায়ন চৌধুরী শামীম মোস্তফা, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার মাঈন উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সমন্বয় কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ শেখ কামাল, সাংবাদিক নুরুজ্জামান সুমন।
অনুষ্ঠান শেষে প্রায় এক হাজার তিনশত গরীব, অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার সংগঠন (ফেনী জেলা শাখা) সভাপতি সাংবাদিক শহীদ উল্যাহ্ ভুঁইয়া, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, নবনির্বাচিত ইউপি সদস্য মামুনুল হক পাটোয়ারী, জাকির হোসেন, সাংবাদিক, রাজনৈতিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.