|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় পালাখাল মডেল ইউপিতে চেয়ারম্যান পদে হাতপাখা ভোট চেয়ে দুলালের গনসংযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২১
পঞ্চম ধাপে আগামী ৫জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চাঁদপুরের কচুয়ায় হাতপাখা প্রার্থীরা ব্যাপক গণসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার পালাখাল মডেল ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম দুলাল পালাখাল,আশারকোটা,ভূঁইয়া,দহুলিয়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামে হাতপাখার ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় পালাখাল মডেল ইউনিয়নে ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল ইসলাম দুলাল বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। এই ইউনিয়নে ইসলামী শরীয়ত মোতাবেক পদ্ধতি চালু,ভেজালমুক্ত,সুদমুক্তসহ সকল অপরাধমূলক প্রতিরোধ করার প্রতিশ্রুতি দেন। ইসলাম হলো শান্তির ধর্ম,মানুষ ইসলামে বিশ^াসী। তাই আগামী ৫ জানুয়ারি তারিখে সাধারন ভোটাররা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শান্তি কায়েম করার জন্য হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
এসময় উপজেলা ইসলামী আন্দোলন কমিটির সেক্রেটারী গাজী মো. গোলাপ শাহ,ইউনিয়ন ইসলামী আন্দোলন কমিটির সভাপতি মাহবুব আলম,সাধারন সম্পাদক ক্বারী তাজুল ইসলাম,ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি বশির খন্দকার,সাধারন সম্পাদক রনি ফকির,মনির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পালাখাল গ্রামে হাতপাখা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন প্রার্থীরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.