|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পৌরসভার ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন- মোহাম্মদ ইব্রাহিম খান (যুগ্ন সচিব) পরিচালক স্থানীয় সরকার রংপুর – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টফান্ডের অর্থায়নে ও বিরামপুর পৌরসভার বাস্তবায়নে
পৌর শহর এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা,জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্প সোনালী ব্যাংক মোড় থেকে পল্লবী সিনেমা হল মোড় পর্যন্ত ২ শ ১৭ মিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেন-পরিচালক স্থানীয় সরকার রংপুর বিভাগের (যুগ্ন সচিব) মোহাম্মদ ইব্রাহিম খান।
(২২ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টার সময় পৌর শহর এলাকা সোনালী ব্যাংক মোড় থেকে পল্লবী সিনেমা হল মোড় পর্যন্ত মহাসড়কের পাশে এই আরসিসি ড্রেণ নির্মাণ কাজ পরিদর্শন করেন যুগ্ন সচিব।
এসময় তিনি আরসিসি নিমার্ণাধীন ড্রেনের কাজের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ সার্বিক বিষয়ে খোজ খবর নেন এবং কাজের মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
ড্রেণ নির্মাণ কাজ পরির্দশনকালে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম,পৌর সচিব সেরাফুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সোয়েব মোঃ সজল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, ষ্টোরকিপার নুরে আলম সিদ্দিক, কার্যকারী সহকারী মনিরুজ্জামান, আঃ রাজ্জাক, এরশাদ আলীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.