|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লাখাইয়ে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা মলিন মিয়ার দাফন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২১
হবিগঞ্জের লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা মলিন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হয়েছে।
রবিবার( ১৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় ১ নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম ইদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর পূর্বে লাখাই থানার এএসআই তাজুল ইসলামের নেতৃত্বাধীন একদল চৌকস পুলিশ তাকে গার্ড অফ অনার প্রদান করে । এসময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এসআই শাহজাহান মিয়া, সাংবাদিক আশীষ দাশগুপ্ত, সাংবাদিক সুশীল চন্দ্র দাস, সাংবাদিক সানি চন্দ্র বিশ্বাস, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উল্লেখ্য, গত (১৮ ডিসেম্বর শনিবার) অসুস্থ হয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে রবিবার ( ১৯ ডিসেম্বর) সকাল ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মুক্তিযুদ্ধকালে ৫ নং সেক্টরের আওতাধীন অঞ্চলে যুদ্ধে অংশগ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা মলিন মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ । সে ৩ ছেলে ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজ শেষে স্বজনগ্রাম ঈদগাহ কবরস্থানে লাশ দাফন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.