|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লাখাইয়ে গীতা শিক্ষা স্কুলে গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২১
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রামে অবস্থিত গীতা শিক্ষা স্কুলে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গীতা শিক্ষার প্রসার ও শুদ্ধভাবে গীতাপাঠের লক্ষ্যে গতকাল সোমবার ( ২০ ডিসেম্বর) স্বজনগ্রাম হরিসংঘ মন্দির প্রাঙ্গণ ১২০ জন প্রতিযোগী নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নয়টি গ্রুপে ভাগ করে মোট ২৭ জন বিজয়ীকে পবিত্র ধর্মগ্রন্থ' গীতা ' ও ফ্রেমে বাঁধা ধর্মীয় ছবি প্রদান করা হয়।
হরিসংঘ মন্দির কমিটির সভাপতি আরাধন কর্মকারের সভাপতিত্বে এবং গীতা শিক্ষা স্কুলের শিক্ষক বিষ্ণু চন্দ্র দাস ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হবিগঞ্জ জেলা শাখার সহকারি পরিচালক জগদীশ চন্দ্র রায়, নাসিরনগর উপজেলা ইসকনের সভাপতি গৌরচরণ দাস ব্রহ্মচারী, লাখাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য, জেলা ব্রাহ্মণ পরিষদের সাধারণ সম্পাদক কালিপদ আচার্য, মোড়াকরি গোপাল জিও মন্দিরের সেবায়েত সৎস্বরূপ দাস , রুপ কৃষ্ণ দাস, হরিসংঘ মন্দিরের সহ সভাপতি সুশীল চন্দ্র দাস, রুবেল দাস প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.