|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে জি, আর প্রকল্পের চাল বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২১
দিনাজপুরের বিরামপুরে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড়দিন ২০২১ উদযাপণ উপলক্ষে জি,আর প্রকল্পের চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫১টি গীর্জার প্রত্যেকটির জন্য খাদ্যসহায়তা হিসেবে ৫'শ কেজি চাল প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম।
উপজেলা অ্যাকাডেমীক সুপার ভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় উপজেলা প্রশাসন, বিরামপুর দিনাজপুর আয়োজিত জি,আর প্রকল্পের চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার আলি, উপজেলা আদিবাসি সমিতির সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, বিরামপুর প্রেসক্লাব সভাপতি ড. নূরল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমূখ।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.