|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন এর নতুন কমিটি ঘোষণা। সভাপতি মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক সজিব আহমেদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২১
স্বাধীনতার মহান সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন এর ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি ঘোষণা করেন খিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা মোতাহের হোসেন। মোহাম্মদ সুমন সভাপতি ও সজিব আহমেদ সাধারণ সম্পাদক সহ একঝাঁক তরুণ প্রজন্ম নিয়ে ২২সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয় সম্পূর্ণ নতুন আঙ্গিকে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান অত্র সংগঠনের উপদেষ্টা মোতাহের হোসেন।পদ পদবী দিকে না তাকিয়ে সবাই সম্মিলিত ভাবে সামাজিক ও মানবতার কল্যাণে কাজ করে এগিয়ে নিয়ে যেতে আহবান জানান সভাপতি মোহাম্মদ সুমন।
এছাড়াও ভার্চুয়াল ভাবে উপস্থিতি ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এর সহকারী প্রধান শিক্ষক ইমাম হোসেন মজুমদার স্যার।
নতুন কমিটিতে সভাপতি মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক সজিব আহমেদ ছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন আরিফুর রহমান মোল্লা,সহ সভাপতি(দুইজন) ইব্রাহিম খলিল ও মেহেদী হাসান পারভেজ, সাধারণ সম্পাদক সজিব আহমেদ,যুগ্ন সাধারণ সম্পাদক (দুইজন) মারুফা আক্তার সিমা ও রহমত উল্লাহ, কোষাধ্যক্ষ নাজমা আক্তার বৃষ্টি,সহ কোষাধ্যক্ষ জয় সূত্রধর, সাংগঠনিক সম্পাদক মাহবুব রাব্বানী,সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ, দপ্তর সম্পাদক রায়হান উদ্দিন,সহ দপ্তর সম্পাদক জসিম উদ্দিন জনী, প্রচার সম্পাদক হোসেন ব্যাপারী, সমাজকল্যাণ সম্পাদক মু.আবুল কাসেম,নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মুন্নি আক্তার,সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা লিপি আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক শাহপরান উজানী, শিক্ষা বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার নাহিদা,ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী শুভ, প্রকাশনা ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাহাত পাটোয়ারী প্রমূখ।
উল্লেখ্য ০৯ ই নভেম্বর ২০২০ ইং তারিখে শাহরাস্তি উপজেলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে প্রত্যাশা ব্লাড ব্যাংক। গতকাল এক বছর ধরে রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে অত্র সংগঠন।গত ১৪ ই ডিসেম্বর ২০২১ ইং তারিখে সংগঠনটি কার্যক্রম আরও একধাপ এগিয়ে নিতে সংগঠনের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয় প্রত্যাশা মানব কল্যাণ ফাউন্ডেশন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.