|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে ৬৯৫ জনের মাঝে প্রতীক বরাদ্দ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২১
পঞ্চম ধাপে ৫জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের কচুয়ার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৭জন,সংরক্ষিত নারী সদস্য ১১৮জন ও সাধারন সদস্য পদে ৫১০জনসহ ৬৯৫জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। কচুয়া উপজেলা রিটানিং কর্মকর্তাগন সোমবার প্রার্থীদের মাঝে পৃথক ভাবে এসব প্রতীক দেন। প্রতীক পাওয়ার পরপর প্রার্থ স্ব-স্ব এলাকায় প্রচারনায় নেমে পড়েন। তন্মেধ্যে ৯নং কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম বিনা প্রতিদ্ধন্ধিতায় ও ১নং সাচার ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আফিয়া বেগম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হচ্ছেন। এছাড়া ৬নং উত্তর কচুয়া ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আবুল বাসার নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারনায় চালিয়ে যাচ্ছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.