|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজদীখানের কোলা ইউনিয়নে ১ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বরখাস্ত করলো আওয়ামী লীগ
প্রকাশের তারিখঃ ২০ ডিসেম্বর, ২০২১
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো.কপাসের হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমানের সাক্ষরিত এক পত্রে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.কপাসের হোসেনকে বরখাস্ত করা হয়। বহিষ্কারাদেশে বলা হয়েছে, কোলা ইউনিয়নে হাজী মীর লিয়াকত আলীকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষনা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়নপত্র অনুকূলে প্রেরণ করেন। সেই মোতাবেক আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে প্রচার প্রচারনা করে আসছেন। কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কোলা ইউপিতে মো.কপাসের হোসেন বিদ্রোহী হয়েছেন। এতে দলের গঠনতন্ত্রের পরিপন্থী কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে সভাপতি পদ থেকে বরখাস্ত করা হয়। তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না- তা জানতে আগামী ৫ দিনের সময় দেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমান বলেন, আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি তাদের সত্য-মিথ্যা যাচাই করে দলের গঠনতন্ত্র ৪৭ ধারা মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িকভাবে বরখাস্ত করেছি। আর যে সকল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে দঁাড়িয়ে নির্বাচন করছে তাদের বিরুদ্ধে প্রার্থী বা উপজেলা আওয়ামী লীগ থেকে অভিযোগ জানালে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.