|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
স্থানীয় সরকার আইন সংশোধনের মাধ্যমে প্রতিষ্টানগুলো আরো শক্তিশালী করা হবে। মন্ত্রী তাজুল ইসলাম।
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২১
আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়,
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন এ গভর্নেন্স এডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর জাতীয় স্থানীয় সরকার কনভেনশন ২০২১ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আরও বেশি কার্যকর এবং শক্তিশালী হওয়ার পাশাপাশি সক্ষমতা অর্জন করতে হবে এবং করবে।
মন্ত্রী বক্তব্যে বলেন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদের সকল আইন পর্যালোচনা করে যুগোপযোগী করতে সংশোধন করা হচ্ছে।
আইন সংশোধন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরো বেশি শক্তিশালী, কার্যকর এবং সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.